প্রকাশিত: Thu, May 18, 2023 2:15 PM আপডেট: Mon, Jan 26, 2026 5:50 AM
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার
রাশিদুল ইসলাম: বৃহস্পতিবার সিদ্দারামাইয়াইকে কর্নাটকের মুখ্যমন্ত্রী ও শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেয় কংগ্রেস। কর্নাটকে নির্বাচনের চার দিন পর দিল্লির কংগ্রেস সদর দপ্তরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এআইসিসির সাংগঠনিক সম্পাদক কে সি বেনুগোপাল। দি প্রিন্ট/টাইমস অব ইন্ডিয়া
বেনুগোপাল ও সুরযেওয়ালা দুজনেই বলেছেন, শিবকুমারই হবেন একমাত্র উপমুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি রাজ্যের সভাপতি পদেও বহাল থাকবেন। আগামী বছর লোকসভার নির্বাচন বিবেচনায় শিবকুমারকে রাজ্যের সভাপতি পদে রাখা হচ্ছে। অবশ্য জয়পুরে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি গৃহীত হয়েছিল।
বেনুগোপাল বলেন, নতুন মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা শপথ নেবেন আগামী শনিবার। এ উপলক্ষে সমমনা সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আপাতত মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগির প্রশ্ন নেই। বেনুগোপাল এই প্রশ্নের উত্তরে বলেন, ‘ক্ষমতা ভাগাভাগির অর্থ হলো রাজ্যের মানুষের সঙ্গে ক্ষমতার আদানপ্রদান।’ তবে বিষয়টি ঝুলিয়ে রাখাই হচ্ছে।
কেন মুখ্যমন্ত্রী বাছাইয়ে চারদিন লাগল এ প্রশ্নের উত্তরে বেনুগোপাল বলেন, আমরা সব সময় চেয়েছি সবার সঙ্গে কথা বলে মতৈক্যে পৌঁছাতে। সিদ্দারামাইয়া ও শিবকুমার দুজনেই মুখ্যমন্ত্রী পদে যোগ্য। গণতান্ত্রিকভাবে সর্বসম্মত হতে কিছুটা সময় লেগেছে।
কংগ্রেসের মুখ্যমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর ৭৬ বছরের সিদ্দারামাইয়া সংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘দলের পক্ষ থেকে যা বলা হয়েছে, তা আমারও মত। এর বাইরে আর কিছু বলার নেই।’
সিদ্দারামাইয়ার পক্ষে অধিকাংশ বিধায়কের সমর্থন রয়েছে। কংগ্রেসের খবর অনুযায়ী, ১৩৫ বিধায়কের মধ্যে ৮৫ জনই সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী দেখতে আগ্রহী। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি